ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় ৪একর লবণ মাঠের পলিথিন কেটে দিলো দুর্বৃত্তরা

পেকুয়া প্রতিনিধি
মে ১০, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের পেকুয়ায় লবণ মাঠে তান্ডব চালিয়েছে একদল দুর্বৃত্তরা। এসময় তাঁরা প্রায় ৪ একর লবণ মাঠের পলিথিন কেটে সাবাড় করেছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় মগনামা ইউনিয়নের কোদাইল্যা-দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কোদাইল্যা-দিয়া ফরিস্যাঘোনায় শুদ্ধখালী এলাকার লবণচাষী এনামুল হক ও মটকাভাঙা এলাকার ছৈয়দ আলমের প্রায় ৪ একর লবণ মাঠে চলতি মৌসুমে লবণ উৎপাদন করে আসছিলো। শুক্রবার দিবাগত গভীররাতে একদল দুর্বৃত্ত হানা দেয় এসব লবণ মাঠে। এসময় দুর্বৃত্তরা লবণ উৎপাদন কাজে মাঠে বিছানো পলিথিন কেটে তছনছ করে দেয়। লবণ মাঠের সঙ্গে এমন শত্রুতায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় লোকজন বলেন, এমনিতে লবণ চাষীদের দুঃখের শেষ নেই। লবণের ন্যায্য মূল্য নেই। ন্যায্য মূল্য না পেয়ে চাষীরা হতাশ। তাঁর উপর এমন বর্বরতা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এমন ঘৃণিত কর্মকান্ডে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন তারা।


এ ব্যাপারে লবণচাষী এনামুল হক বলেন, আমার সাথে কারো শত্রুতা নেই। কানি প্রতি সত্তর হাজার টাকা দিয়ে বর্গাচাষী হিসেবে লবণ উৎপাদন করছি। আমার সাত কানি লবণ মাঠের সব পলিথিন কেটে দিয়েছে। এখন লবণ উৎপাদনের উপযুক্ত সময়। এমন সময়ে দুর্বৃত্তরা পলিথিন কেটে চরম ক্ষতির সম্মুখীন করেছে। আমার প্রায় দুইলক্ষ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী অপর লবণ চাষী ছৈয়দ আলম বলেন, আমার তিন কানি লবণ মাঠ রয়েছে। মটকাভাঙার এয়ার মুহাম্মদ এর কাছ থেকে লাগিয়ত নিয়ে লবণ উৎপাদন করে আসছি। সকালে মাঠে এসে দেখি কে বা কারা রাতের আঁধারে মাঠে বিছানো সব পলিথিন কেটে তছনছ করেছে। গত দু’সপ্তাহ আগেও পলিথিন চুরি করে নিয়ে গেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কোদাইল্যা-দিয়া এলাকার লোকমান বলেন, এনামুল হক আমার চাষা। ১০ বছর ধরে তিনি লবণ উৎপাদন করে আসছে। প্রতিবেশী শাহেনা বেগম ও নুরুল কাদের এর সঙ্গে সীমানা নিয়ে বিরোধ চলছে। কয়েকটি মামলাও চলমান আছে। সম্প্রতি একটি মামলায় নুরুল কাদের সাথে আমাকেও মামলায় আসামি করে। এনামুল হক আমার চাষা। আমার ধারণা ক্ষোভে শাহেনা বেগম লোকজন দিয়ে পলিথিন কেটে দিয়েছে। মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, প্রায় চার একর জমির পলিথিন কেটে দিয়েছে দূর্বৃত্তরা। লবণ চাষীদের ওপর এমন শত্রুতা সত্যি দুঃখজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।