পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা এবং সমাজে তাদের অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করা সংগঠন “কক্সবাজার রাইটস অফ ডিসএবিলিটিস অ্যাসোসিয়েশন (সিআরডিএ)” তাদের নিবন্ধন প্রাপ্তির তিন বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় একটি জমকালো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
গত রবিবার (৩১ আগস্ট) পেকুয়া উপজেলার উত্তর মেহেরনামাস্থ সিআরডিএ'র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সমাজসেবী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরডিএ'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইয়াহিয়া খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ব্যক্তিত্ব উম্মে হুমায়রা। কো-চেয়ারম্যান জাহিদুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত আলোচনা সভায় সংগঠনের কার্যক্রমের একটি স্মারকপত্র পাঠ করেন প্রচার সম্পাদক বেলাল হোছাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহবুব কাউসার, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনসারী, নুর আয়েশা খাঁন ফাউন্ডেশনের সমন্বয়ক এম. আমজাদ হোসাইন। এছাড়া, আলোকিত প্রতিবন্ধীদের মধ্যে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অলরাউন্ডার সুকেল তঞ্চাঙ্গা, গণমাধ্যমকর্মী সাঈদী আকবর ফয়সাল ও নুরুল ইসলাম সুমন, সিআরডিএ’র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং অন্ধ হাফেজ তানভীরুল হক প্রমুখ তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
বক্তারা বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিরা অসহায় নন, বরং তাদের প্রয়োজন উপযুক্ত সহায়তা, সহানুভূতি এবং সমান সুযোগ।" তারা আরও বলেন যে, প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও সক্রিয় ভূমিকা রাখা জরুরি।
সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মো. জাহিদ হোসেন জানান, ২০২২ সালে নিবন্ধিত হওয়ার পর থেকে সিআরডিএ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক সহায়তা প্রদান করে আসছে। তিনি এই দিনটিকে সিআরডিএ’র জন্য একটি গর্বের দিন হিসেবে অভিহিত করেন।
আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিবন্ধী সদস্যরা গান ও আবৃত্তিতে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে।