কক্সবাজারের পেকুয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ ধ্বংসের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে পেকুয়া সদরের আলেকদিয়া পাড়া এলাকায় একটি নিষিদ্ধ আকাশমণি গাছ ধ্বংসের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা, উপসহকারী কৃষি কর্মকর্তা মাস্টার শামসুদ্দিন, শাওন দেব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে কয়েক হাজার নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ ধ্বংস করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, পর্যায়ক্রমে উপজেলার মোট ৯ লাখ ৫০ হাজার নিষিদ্ধ গাছ ধ্বংস করা হবে। এই পদক্ষেপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।