মো. সাইফুল ইসলাম, পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় এডু এইড ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী (সা:) কুইজ প্রতিযোগিতার ফল ঘোষণা, পুরষ্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা এবং মনির আহমদ স্মৃতি গণপাঠাগার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকালে স্থানীয় উত্তর মেহেরনামা ইসলামিয়া মনিরুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ.এইচ.এম বদিউল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মো: ছফওয়ানুল করিম। এডু এইড ফাউন্ডেশনের পরিচালক মো: ছিদ্দিক আজাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন, চমেক হাসপাতালের মেডিকেল অফিসার ডা: এম.এ মনসুর, বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাছির উদ্দিন এবং জিয়া কলেজ সাইন্সল্যাব কালেক্টর মো: নাছির উদ্দিন প্রমুখ।