আসন্ন পর্যটন মৌসুমে কক্সবাজার ও কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন রাখতে পরিবেশ অধিদপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত বাজেট বাস্তবায়ন বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
স্থানীয় স্বেচ্ছাসেবকদের দিয়ে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপন করতে হবে।”
সভায় তিনি পলিথিনবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, “পর্যটকদের পরিবেশবান্ধব আচরণে অভ্যস্ত করতে সচেতনতামূলক কার্যক্রম জরুরি।”
বন্যপ্রাণী সংরক্ষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “হাতির করিডোর যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে বন অধিদপ্তরকে ব্যবস্থা নিতে হবে।” এছাড়াও গ্রামাঞ্চলে হাতির অপছন্দের গাছ এবং করিডোর ও বনে তাদের পছন্দের খাদ্যোপযোগী গাছ লাগানোর দিকেও গুরুত্বারোপ করেন তিনি।
সভা শেষে উপদেষ্টা বলেন, “পরিকল্পিত ও সময়োপযোগী বাজেট বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে একযোগে কাজ করতে হবে।”