পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পটিয়া পুরাতন থানার হাট এলাকায় পানি নিস্কানের ব্যাবস্তা না থাকায় জনদুর্ভোগপো হাতে হচ্ছে এলাকাবাসী। সরেজমিনে ঘুরে দেখা যায় সামান্য বৃষ্টি হলে পানি উঠে যায় পুরাতন থানার হাটের রাস্তায়।
এছাড়াও পুরাতন থানার হাট একটি চক্র বেশ কয়েক বছরের সরকারি জায়গা জবরদখল করে রেখেছে মর্মে অভিযোগ এলাকাবাসীর।
বিষয়টি বর্তমান পটিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা সহ পানি নিস্কানের জরুরি ব্যাবস্তার নেওয়ার দাবি জানান।
সুএে জানায়, ৫, ৬, ৭ নং ওয়ার্ডে অংশ বিশেষ জনগুরুত্বপূর্ণ ঐতিহ্য বাহী পটিয়া পুরাতন থানার হাট এক সময় শুক্রবার ও সোমবার হাট বসত, এখন আর হাট বসে না দীর্ঘদিন। বর্তমানে হাটের আশপাশের এলাকায় শত শত পাকা বিল্ডিং নির্মাণ হয়েছে। কিন্তু জনগুরুত্বপূর্ণ বসতবাড়ির ভবন নির্মাণ সঠিক কোন পথে পানি নিস্কান হবে তা জানেনা ভবন মালিকরা। এইসব বিষয়ে প্রতিকার প্রার্থনা করে ৩১ আগষ্ট সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ভাই ওসমান হায়দার বাদী হয়ে পৌর প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছে।
এ বিষয়ে উসমান হায়দার জানান দৈনিক জনতার প্রতিনিধিকে জানান,পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে আমাদের এলাকায় পুরাতন থানার হাটে নালার কোন সু-ব্যবস্থা নাই। ফলে বৃষ্টির সময় অতিরিক্ত বৃষ্টির পানি সঠিকভাবে নিষ্কাশন হতে পারে না। এতে করে পানি জমে যায় এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিগ্ন ঘটে,রাস্তার পানির নিচে তলিয়ে যাওয়ায় দোকান,বাড়ি ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়।
বর্তমানে এলাকাবাসী এই জলবদ্ধতার কারণে নানা ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। নালা না থাকার কারণে পানি জমে থেকে যায় যাহা মশার প্রজননস্থলও হয়ে উঠেছে। ফলে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সে এব্যাপারে পুরাতন থানার হাট এলাকায় পানি নিস্কানে নালা নির্মাণের পৌর প্রশাসক ফারহানুর রহমানের হস্তক্ষেপ কামনা করেছে।