চট্টগ্রামের পটিয়া পৌর সদর ষ্টেশন রোডের দেলাল মিয়া শপিং মলের নিচতলায় সম্প্রতি 'হায়া' (Haya) নামে একটি বিশেষ লেডিস শো-রুমের উদ্বোধন করা হয়েছে। এটি দক্ষিণ চট্টগ্রামে প্রথমবারের মতো পাকিস্তানি নারীদের পোশাকের এক বিশাল সংগ্রহ নিয়ে এসেছে।
হায়া শো-রুমে ক্রেতারা একই ছাদের নিচে পাবেন প্রিমিয়াম ও নান্দনিক ডিজাইনের সব পাকিস্তানি লেডিস কালেকশন। বিশেষত, এখানে অথেনটিক প্রিমিয়াম পাকিস্তানি ব্র্যান্ডের পোশাক সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে, কোনো ধরনের কপি বা রেপ্লিকা নয়।
সংগ্রহে থাকা উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে:
কালামকার, সানা সাফিনাজ, মারিয়া বি, জারা শাহজাহান, গুলজি, আগানুর, গুল আহমেদ, কারিজমা, এবং আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ডের স্টিচ ও আনস্টিচ সালওয়ার কামিজ।
৩রা অক্টোবর শুক্রবার বিকেলে এই নতুন শো-রুমের উদ্বোধনের সময় ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। যেকোনো কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন একটি আকর্ষণীয় উপহার এবং সকল প্রোডাক্টের উপর ৫% ফ্ল্যাট ডিসকাউন্ট। লেডিস পোশাক কেনাকাটার জন্য Haya এখন একটি নতুন গন্তব্য।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়া শো-রুমের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী নেওয়াজ (আরমাদা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর), অ্যাডভোকেট মোজাম্মেল হক, ব্যাংকার মওফুল উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী মোজাম্মেল হক, ইলিয়াস উদ্দিন, উদ্যোক্তা পরিচালক সোহাইবাতুল ফেরদৌস, এবং সানজেরী জুয়েলারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রমজানুল হক-সহ আরও অনেকে।