ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

পটিয়া, (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গত ৩০ আগস্ট, পটিয়া উপজেলার আজিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল দাশ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা মো: আবু তৈয়ব, সংগঠনের প্রধান সমন্বয়কারী ও কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী, আহ্বায়ক অ্যাডভোকেট জসীম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ও পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম, যুগ্ম সদস্য সচিব আলমগীর আলম, যুব ফোরামের আহ্বায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী, স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম, এবং ফোরামের সদস্য রুবেল আরমান, জমির উদ্দিন, আমান উল্লাহ, এস এম আবু হেনা, মোহাম্মদ আজম খান সহ অন্যান্য সদস্যরা।

কর্মসূচি চলাকালীন সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের ওপর জোর দেন। তারা বলেন, পর্যাপ্ত বৃক্ষের চাহিদা পূরণের জন্য সবার নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। বক্তারা একটি গাছ কাটলে পাঁচটি গাছ লাগানোর আহ্বান জানান।

আলোচনা শেষে পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম বাবলু চৌধুরী কয়েকটি গাছের চারা রোপণ করেন এবং স্কুলের প্রধান শিক্ষকের হাতে প্রায় অর্ধশত গাছের চারা তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।