পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় আপন বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করার জেরে বিমল সর্দার (৩৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের পুর্ব ডেঙ্গাপাড়া এলাকার টহল সর্দারের পুত্র।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পটিয়া থানা পুলিশ উপজেলার আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুর্ব ডেঙ্গাপাড়া গ্রামের বিমল সর্দারের সঙ্গে তার আপন বড় ভাই পরিমল সর্দারের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে বিমল সর্দার মানসিকভাবে ভেঙে পড়ে পার্শ্ববর্তী স্কুলের পেছনের একটি আম গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।