ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

স্বরণকালের ইতিহাস সৃষ্টি'র আহ্বান ইদ্রিস মিয়ার

পটিয়ায় বিএনপির ‘বিজয় মিছিল’ সফল করার ডাক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্র ঘোষিত আগামী ৫ আগস্টের ‘বিজয় মিছিল’ সফল করার লক্ষ্যে পটিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে পটিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ইন্দ্রপুলস্থ বায়তুল শরফ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাছির উদ্দীনের পরিচালনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আগামী ৫ আগস্টের ‘বিজয় মিছিল’ একটি ইতিহাস গড়া মুহূর্ত হয়ে থাকবে।” তিনি এই কর্মসূচিকে কেবল একটি রাজনৈতিক কর্মসূচি না বলে, বরং জনগণের ন্যায়বিচার, ভোটাধিকার ও স্বাধীন মত প্রকাশের অধিকার পুনরুদ্ধারের জাতীয় আন্দোলনের অংশ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই মাসের গৌরবময় স্মৃতিকে ধারণ করে দেশের প্রতিটি উপজেলায় এই বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। তিনি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত কামনার কথা জানান এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা, সাহসিকতা ও ঐক্যবদ্ধ চেতনার মাধ্যমে এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করতে হবে বলে আহ্বান জানান। ইদ্রিস মিয়া দৃঢ়তার সাথে বলেন, এই আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে এবং এই বিজয় মিছিল হবে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ মিছিল, যেখানে আনুমানিক ২০ হাজার মানুষের সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার উদ্দিন চেয়ারম্যান, জেলার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, এসএম সুমন, একে এম জসিম উদ্দিন, আবু জাফর চৌধুরী, মফজল চেয়ারম্যান, জয়নাল আবেদীন, জিল্লুর রহমান, শহিদুল ইসলাম সাজ্জাদ, আবুল কালাম, আবুল বশর, আবুল কাসেম, শামসুল আনোয়ার খান, রবিউল হোসেন বাদশা, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হারুনুর রশিদ চৌধুরী, আব্দুল মোতালেব মনু মেম্বার, শাহ আলম চৌধুরী, আলমগীর মেম্বার, লাল সেলিম, কামরুল ইসলাম, সিরাজ সও, নাজমুল হোসেন, এড. ফোরকান, এম এ রুবেল, মো. রফিক, জাগির মেম্বার, সোহেল (সও:), আব্দুল মাবুদ, শাহ, নুরুল আলম, আবুল হাশেম, লিটন চৌধুরী, সাজ্জাদ, কুতুব উদ্দিন আজিম, আলী আসকর আকবরী, আলম ফকির, শেখ জাহাঙ্গীরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।