ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় কালভার্ট নির্মাণে কৃষি জমি অনুপযোগী হওয়ার আশঙ্কা, প্রতিকার চায় কৃষকেরা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের এস আলম হাউসের কাছে একটি নতুন কালভার্ট নির্মাণের কারণে শত শত একর কৃষি জমি চাষের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। তাদের অভিযোগ, নতুন এই নির্মাণ প্রকল্পের কারণে বৃষ্টির পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাচ্ছে, যা তাদের জমিতে জলাবদ্ধতা তৈরি করতে পারে।

ভুক্তভোগী কৃষকদের মতে, বর্ষাকালে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে যে পথে নিষ্কাশিত হতো, সেই পথটি বিভিন্ন ব্যক্তি ঘরবাড়ি নির্মাণ করে বন্ধ করে দিয়েছেন। এর ফলে কর্তৃপক্ষ এখন ভিন্ন পথে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে, যা কৃষিজমির মধ্য দিয়ে প্রবাহিত হবে। কৃষকদের আশঙ্কা, এতে তাদের জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে। এর প্রতিকার চেয়ে ১৫ জন কৃষি জমির মালিক উপজেলা নির্বাহী অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, এলজিইডি তাদের পৈতৃক সম্পত্তির ওপর কালভার্ট নির্মাণ করছে। সরকারি নিয়ম অনুযায়ী, জনস্বার্থে কোনো ব্যক্তি মালিকানাধীন জায়গায় কাজ করতে হলে ভূমি অধিগ্রহণ করতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পারভীন আক্তার, নজরুল ইসলাম এবং ফরিদ আহমদ।

কৃষকেরা বলছেন, এস আলম হাউসের পাশে যে ড্রেনটি রয়েছে, নতুন কালভার্টের পানি যদি তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, তাহলে শত শত একর কৃষি জমি রক্ষা পাবে এবং চাষাবাদও সহজ হবে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা তপন কান্তি পাল জানান, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কৃষকদের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য স্থানীয় দুজন বিএনপি নেতাকে পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থাটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী কৃষকেরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।