ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

পটিয়াবাসীকে শারদীয় দুর্গোৎসব ১৪৩২: শুভেচ্ছা জানালেন মো: দিদারুল আলম

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

পটিয়া উপজেলার তথা জঙ্গলখাইন ইউনিয়নস কল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন ও শুভানুধ্যায়ীদের প্রতি শারদীয় দুর্গোৎসব ১৪৩২ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জঙ্গলখাইন ইউনিয়নের জনতার চেয়ারম্যান ও মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক, রহমান মার্কেটের রুপা- নিপা ফ্যাশনের স্বত্বাধিকারী মো: দিদারুল আলম।

সমাজ সেবক দিদারুল আলম শুভেচ্ছা বার্তায় বলেন, আশ্বিনের হাওয়ায় যখন ঢাকের বাদ্যি বেজে ওঠে, তখন জেগে ওঠে আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আর একাত্মতার চেতনা। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের হৃদয়ের উৎসব। আনন্দ, আলো আর ভালোবাসার ছোঁয়ায় আমরা একসাথে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি আরোও বলেন, পূজা হোক বিশ্বাসের শক্তি, সম্প্রীতির দীপ্তি আর ভালোবাসার বিজয়। বিভেদের দেয়াল ভেঙে আমরা সবাই মিলে আলোর এই উৎসব উদযাপন করি। দেবী দুর্গার আশীর্বাদে দেশের প্রতিটি ঘরে ঘরে মঙ্গল ও শান্তির অবারিত প্রবাহ বয়ে যাক।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পটিয়াবাসী সহ সারাদেশে চলছে উৎসবের আমেজ। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা মণ্ডপে সাজসজ্জা—সবখানেই বিরাজ করছে আনন্দ আর মিলনমেলার আবহ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।
পটিয়া উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের প্রতি আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সবার মঙ্গল কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।