ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

নেপালের মতো বিক্ষোভ ভারতেও হতে পারে, সতর্কবার্তা শিবসেনা নেতার

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

নেপালে দুর্নীতিবিরোধী চলমান বিক্ষোভের মতো পরিস্থিতি ভারতেও সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত।

বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি বলেন, নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে, তা ভারতেও ছড়িয়ে পড়তে পারে। তবে মহাত্মা গান্ধীর অহিংস আদর্শের কারণে ভারতে এখনো সহিংসতা ঘটেনি।

সঞ্জয় রাউত দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে। তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, “আপনি গান্ধীকে যতই গালি দিন না কেন, তাঁর আদর্শেই আপনার সরকার টিকে আছে।”

তিনি আরও বলেন, মোদি সরকার যে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে, তা প্রমাণ করে ভারতে এখনো ব্যাপক দারিদ্র্য রয়েছে। তার অভিযোগ, ভারতের টাকা বিদেশে পাচার হচ্ছে এবং প্রভাবশালী ব্যক্তিদের পরিবার বিদেশে বিলাসবহুল জীবন যাপন করছে।

ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সঞ্জয় রাউত বলেন, একসময় নেপাল ভারতকে ‘বড় ভাই’ হিসেবে দেখলেও সংকটের সময় ভারত তাদের পাশে দাঁড়ায়নি, যা পররাষ্ট্রনীতির ব্যর্থতা।

তিনি বলেন, দেশের তরুণরা বেকারত্বসহ নানা সমস্যায় জর্জরিত হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।