জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা নির্বাচনের আগে পেশীশক্তি দেখিয়ে ভোট নিতে আসবে, তাদের মোকাবিলা করতে হবে। নেতারা রাতের আঁধারে ভোট কিনতে এলে বুঝতে হবে তার যোগ্যতার ঘাটতি রয়েছে। নির্বাচনের পরে সেই নেতাই রাস্তার বরাদ্দের টাকা খেয়ে ফেলবে। নেতা একদিন ভোট কিনবে আর পাঁচ বছর আপনাদের গোলাম বানিয়ে রাখবে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এর আগে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোট কিনে যারা নেতা হবে; তারা আপনার বাড়ির রাস্তার কাজের পারসেন্টেজ খাবে আর আপনি মুখ খুলতে পারবেন না। কারণ আপনি তো নেতার কাছে এক হাজার টাকায় বিক্রি হয়ে গেছেন। এখন আপনারা কি এমন নেতার গোলাম হয়ে থাকতে চান? যদি না চান, তাহলে এবার ভোট চুরি ও গুণ্ডামির রাজনীতিকে ‘লালকার্ড’ দেখাতে হবে।
তিনি বলেন, আমরা দেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদ তাড়িয়েছি। আমরা দুর্নীতিগ্রস্ত আমলা, ‘আয়নাঘর’ এবং দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলেছি। আমরা ছোট্ট একটি রাজনৈতিক দল হয়েও অন্যায়ের বিপক্ষে কথা বলা থেকে বিরত হইনি। প্রতিবাদ করেছি এবং করবো। যদি মনে করেন আমরা কোনোভাবে যোগ্য ও সৎ, তাহলে আমাদের সমর্থন দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। যাকে যোগ্য মনে হবে তাকেই সমর্থন দিন।