ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন নির্বাচনে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনের সময় প্রায় এক লাখের মতো সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে। এছাড়াও আমাদের পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার এবং কোস্টগার্ড সবাই নির্বাচনে কাজ করবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি জনগণের অংশগ্রহণের ওপরও নির্ভর করে।

লুট হওয়া পুলিশের অস্ত্র প্রসঙ্গে তিনি জানান, পুলিশ অস্ত্র উদ্ধারে কাজ করছে। তিনি বলেন, চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড়, সমুদ্র ও সমতলের সমন্বয়ে গঠিত হওয়ায় এখানে অভিযান পরিচালনা করা কঠিন। তবে নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণও শুরু হয়ে গেছে বলে তিনি জানান।

পাশাপাশি, তিনি পার্শ্ববর্তী দেশের গুজব ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছিল। আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, ফলে তারা সুবিধা করতে পারেনি। সামনে পূজা উপলক্ষে তারা আবার গুজব ছড়ানো শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আগের মতো ভূমিকা পালন করবেন, যাতে জনগণ সত্য সংবাদটি পায়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।