ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

নাইখাইনে শিশুদের  ফুটবল উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম

সেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

২৫শে জুলাই শুক্রবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন ফজু সাদার বাড়ি এলাকার শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেন মোহাম্মদ দিদারুল আলম, যিনি জঙ্গলখাইনে ‘জনতার চেয়ারম্যান’ হিসেবে পরিচিত।

তিনি মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক এবং রহমান মার্কেট রুপা-নিপা ফ্যাশনের স্বত্বাধিকারী ও একজন সমাজ সেবক।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম চৌধুরী, প্রবাসী মফিজুর রহমান এবং এলাকার অসংখ্য শিশু।

সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম তার বক্তব্যে শিশুদের প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমার ক্ষুদ্র চেষ্টা কোমলমতি শিশুদের পাশে থাকার, শিশুদের হাসি নিজের কাছে আনন্দ লাগে।

” তিনি আরও বলেন, প্রতিটি শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে শিক্ষাদীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে গড়ে তোলা হলে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। দিদারুল আলম বিশ্বাস করেন, শৈশবে যা শেখানো হয়, শিশুরা বড় হয়ে সেটাই হওয়ার স্বপ্ন দেখে। এই ফুটবল বিতরণের মাধ্যমে তিনি শিশুদের মনে আনন্দ জাগিয়ে তোলার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনের গুরুত্ব তুলে ধরেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।