ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

দুর্গা পূজায় ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এই সময়কালে শিক্ষার্থীরা দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজাসহ বিভিন্ন উৎসব যথাযথ মর্যাদায় পালন করতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এই আদেশটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। এই সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন নির্ধারণ না করার অনুরোধ জানানো হয়েছে।

ছুটির বিস্তারিত
* মহালয়া: ২১ সেপ্টেম্বর
* দুর্গাপূজা: ২২ সেপ্টেম্বর থেকে শুরু
* মহাষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর
* মহাসপ্তমী: ২৯ সেপ্টেম্বর
* মহাষ্টমী: ৩০ সেপ্টেম্বর
* মহানবমী: ১ অক্টোবর
* বিজয়া দশমী: ২ অক্টোবর

সরকারী ছুটির তালিকা অনুসারে, স্কুল ও কলেজগুলোতে দুর্গাপূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এবং ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। কলেজগুলো ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে, এবং সাপ্তাহিক ছুটি (১০ ও ১১ অক্টোবর) শেষে ১২ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

এই নির্দেশনাটি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও স্বস্তি নিয়ে এসেছে, কারণ তারা নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।