আবু রায়হান, স্টাফ রিপোর্টার- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও নদীর পানির উচ্চতা বৃদ্ধির কারণে সুন্দরবনের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনুর রশিদ জানান, নিম্নচাপের কারণে মোংলা উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করা হয়েছে। নিম্নচাপটি বৃহস্পতিবার (২৯ মে) দুপুর পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর ফলে বুধবার বিকেল থেকে এ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মোংলা উপকূলে বুধবার বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলার আজাদ কবির জানান, সুন্দরবন সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আড়াই থেকে তিন ফুট নদীর জোয়ারের পানিতে সুন্দরবনের নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। তবে, বনে পানি প্রবেশ করলে বন্যপ্রাণি উঁচু স্থানে আশ্রয় নেয়, তাই বন্যপ্রাণির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।
সুন্দরবনের এই পরিস্থিতি স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্যপ্রাণির সুরক্ষা নিশ্চিত করতে বন বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।