কক্সবাজারের পেকুয়ায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পৃথকভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ধরা পেকুয়া উপজেলার আহ্বায়ক মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, শিক্ষানুরাগী মো. ছফওয়ানুল করিম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুল করিম, পেকুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক এম আজম উদ্দিন, এবং ধরা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ পেকুয়া উপজেলা কোঅর্ডিনেটর দেলওয়ার হোসাইন।
পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রিদুয়ানুল হক।
এ সময় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশীদ, লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হক চৌধুরী, এবং শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।