ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

সাম্প্রতিক খবর ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনকে সামনে রেখে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানান শফিকুল আলম।

তিনি আরও বলেন, এই বাহিনীর সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এছাড়া, নির্বাচনে ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা যায় কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রেস সচিব উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।