ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

ডাক্তার পরিচয়ে ফার্মেসী ব্যবসা: সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ

পেকুয়া প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

পেকুয়া, কক্সবাজার: পেকুয়ায় সাদ্দাম হোসেন নামের এক ব্যবসায়ী তার ফার্মেসী ব্যবসার প্রচারে ফেসবুকে নিজেকে ‘ডাক্তার’ হিসেবে পরিচয় দিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সাদ্দাম হোসেন মগনামা ইউনিয়নের সাতঘর পাড়া এলাকায় একটি ফার্মেসী পরিচালনা করেন।

জানা গেছে, সাদ্দাম হোসেন তার ফেসবুক আইডিতে নিজেকে ‘পেকুয়া মেডিক্যাল সেন্টারে কর্মরত’ হিসেবে উল্লেখ করেছেন। তবে পেকুয়া মেডিক্যাল সেন্টারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সাদ্দাম হোসেন নামে কোনো ব্যক্তি তাদের প্রতিষ্ঠানে কর্মরত নন।

সাদ্দাম হোসেন মগনামা ইউনিয়নের নাপিতার দিয়া গ্রামের কবির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর গ্রামে ফিরে সাতঘর পাড়া স্টেশনে এই ফার্মেসী দোকানটি দেন।

এ বিষয়ে সাদ্দাম হোসেনের সাথে কথা বলা হলে তিনি দাবি করেন, তিনি পেকুয়া মেডিক্যাল সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং এরপর এই ফার্মেসী দিয়েছেন। ফেসবুকে ‘ডাক্তার’ পরিচয়ে আইডি খোলার কারণ জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, তার ফার্মেসী ব্যবসার প্রচারের উদ্দেশ্যেই তিনি এই পরিচয় ব্যবহার করছেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজিবুর রহমান এ প্রসঙ্গে বলেন, কোনো ফার্মেসী ব্যবসায়ী তার নামের পূর্বে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করতে পারবেন না। তিনি আরও স্পষ্ট করে বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক অনুমোদিত ও রেজিস্ট্রারভুক্ত না হলে কোনো ব্যক্তি নিজেকে ‘ডাক্তার’ বা চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। এই ধরনের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।