যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত ফোনালাপে টিকটক চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। প্রায় দুই ঘণ্টার এই ফোনালাপ শেষে আগামী ছয় সপ্তাহের মধ্যে দুই শীর্ষ নেতার মুখোমুখি বৈঠক করার ঘোষণাও দেওয়া হয়েছে।
তিন মাস পর দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম ফোনালাপ। টিকটক ইস্যু ছাড়াও এই আলাপচারিতায় বাণিজ্য, ফেন্টানিল সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিং প্রাথমিকভাবে টিকটক চুক্তির অনুমোদন দিয়েছেন। তবে চীনের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি এই চুক্তির কথা উল্লেখ করা হয়নি।
মার্কিন কংগ্রেসের আইন অনুযায়ী, আগামী জানুয়ারি মাস পর্যন্ত টিকটকের মার্কিন সম্পদ বিক্রি না হলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে। ফলে এই ফোনালাপকে সংকট সমাধানের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, টিকটকের মার্কিন সম্পদ যুক্তরাষ্ট্রভিত্তিক মালিকদের কাছে হস্তান্তর করা হবে। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে অ্যালগরিদম ব্যবহার নিয়ে, যেখানে এখনো বাইড্যান্সের (ByteDance) ভূমিকা থাকবে। মার্কিন আইনপ্রণেতারা আশঙ্কা করছেন, এর মাধ্যমে চীন মার্কিন ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাতে পারে।
দুই শীর্ষ নেতা আগামী অক্টোবরের শেষ সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠকে বসবেন।
এ ছাড়াও, ট্রাম্প আগামী বছর চীন সফরের পরিকল্পনা করছেন এবং পরে শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসবেন বলেও নিশ্চিত করা হয়েছে।