ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

জবি ছাত্রদল নেতা হাসিবুর আর নেই

সাম্প্রতিক খবর ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল-এর যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক-এ আক্রান্ত হয়েছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে ছাত্রমহলে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিস্তারিত

শুক্রবার (০৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। হাসিবুর রহমান ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাব-এ রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীন-এর সঙ্গে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, খাবারের সময় হঠাৎ করেই হাসিবুরের খিঁচুনি ওঠে এবং এর পরপরই তিনি হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “আমরা একসাথে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন।”
ব্যক্তিগত পরিচয়

মারা যাওয়া হাসিবুর রহমান ছিলেন জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।