ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

‘ছাত্রলীগের ছোটখাটো মিছিল আর হবে না’: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন থেকে ছাত্রলীগের ছোটখাটো মিছিল আর হবে না। তিনি বলেন, ‘আজ ঢাকায় ছাত্রলীগের মিছিল হয়েছে। আমি ঢাকার কমিশনারকে বলেছি, এগুলো আইনের আওতায় আনতে।’

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বাড়বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়লেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় এক লাখ সেনা সদস্যসহ নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরা মাঠে থাকবেন। বর্তমানে প্রায় ৩০ হাজার সেনা সদস্য মাঠে রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়, এটি জনগণের ওপরও নির্ভর করে।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের ব্যাপক সফলতা থাকলেও এখনো কিছু অস্ত্র বাইরে রয়েছে। চট্টগ্রামের ভৌগোলিক অবস্থার কারণে পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা কঠিন। তবে নির্বাচনের আগে অভিযান জোরদার করা হবে।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, আরাকান আর্মি মাদক-নির্ভরশীল এবং সেখান থেকে প্রচুর মাদক আসছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে চাল ও অন্যান্য পণ্য যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা আলোচনা করছি, যাতে মাদক আসা বন্ধ হয় এবং অন্যান্য পণ্যও ওদিকে না যায়।’

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য রয়েছে। তিনি জানান, মিয়ানমারের সীমান্ত এলাকায় এখন আরাকান আর্মি রয়েছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।