ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

চীনে ১১ তলা থেকে পড়ে গ্যাবানিজ ফুটবলারের মৃত্যু

বিনোদন ডেক্সঃ
এপ্রিল ১৬, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মাত্র ২৮ বছর বয়সেই মৃত্যুবরণ করেছেন মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার অ্যারন বুপেন্দজা। তবে তার মৃত্যুটা হয়েছে অস্বাভাবিকভাবে। চীনের একটি ১১ তলা থেকে পড়ে তিনি মারা গেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ফুটবলারের এভাবে চিরবিদায়ের ঘটনাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। 

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০২১ আফ্রিকা কাপ অব ন্যাশন্স (আফকন) টুর্নামেন্টে গ্যাবনের হয়ে খেলেছিলেন বুপেন্দজা। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ। করেছেন ৮টি গোল। ক্লাব ফুটবলে তিনি আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে তিনি চীনের ক্লাবে যোগ দিয়েছিলেন। সর্বশেষ তিনি চাইনিজ ক্লাব জিজিয়াং এফসি’র হয়ে খেলছিলেন মৃত্যুর আগপর্যন্ত।


বুপেন্দজা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে। পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন তরুণ এই ফরোয়ার্ড।

সংবাদমাধ্যম ‘তুর্কিয়ে টুডে’র বরাতে গোলডটকম জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ভবনের ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে জিজিয়াং প্রদেশের পুলিশ। দুর্ঘটনা ঘটার সময় বুপেন্দজার সঙ্গে তার ভাই–ও ছিল। ধারণা করা হচ্ছে তাকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ কিংবা পুলিশ কাস্টডিতেও নেওয়া হতে পারে। এত ওপর থেকে পড়ে যাওয়ার ঘটনায় কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না স্থানীয় চাইনিজ প্রশাসন।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শোক জানিয়েছেন গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস কোলটেয়ার ওলগুই এবং ফুটবল ফেডারেশন (ফেগাফুট)। ফেগাফুটের বিবৃতিতে বলা হয়, ‘বুপেন্দজা সেরা একজন স্ট্রাইকার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন, ক্যামেরুনে তিনি (আফকন টুর্নামেন্টে) নিজের দক্ষতা দেখিয়েছিলেন। ফেগাফুট এবং গ্যাবানিজ ফুটবল পরিবার তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

আর্সেনালের সাবেক তারকা স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংও এক সময় গ্যাবন জাতীয় দলে বুপেন্দজার সঙ্গে একত্রে খেলেছেন। তিনিও শোক জানিয়েছেন সাবেক সতীর্থের মৃত্যুতে। ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি দিয়ে অবামেয়াং লিখেছেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। শান্তিতে থাকো আমার ভাই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।