ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

চাকসু নির্বাচন পেছানো হয়েছে ১৫ অক্টোবর

চবি প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন পিছিয়ে আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।

দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রার্থীরা প্রচারণার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছিলেন না। তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতেই নির্বাচন পেছানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, নির্বাচনটি ১ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন এটি ১৫ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিত হবে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনও ১৬ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।
প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনের দিকে সবার নজর ছিল। শিক্ষার্থীরা আশা করছিলেন যে, নির্বাচনের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ প্রগতিশীল ছাত্র সংগঠনই মনে করে যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৫৮ বছরে মাত্র ৬ বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচনটি হয়েছিল ১৯৯০ সালে, যা প্রায় তিন যুগ আগের ঘটনা। তৎকালীন ছাত্রনেতা ফারুকুজ্জামান হত্যার শিকার হওয়ার পর চাকসু বন্ধ করে দেওয়া হয় এবং তারপর থেকে আর কোনো নির্বাচন হয়নি। অনেকে মনে করেন, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির কারণেই দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন সম্ভব হয়নি।

তবে, জুলাই বিপ্লবের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা সোচ্চার হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।