ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনচালককে মারধর, এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধিঃ
জুলাই ১৭, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম রেলস্টেশনে দেরিতে আসা ট্রেনের চালককে মারধরের প্রতিবাদে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখেন রেলওয়ের চালকেরা। দুপুর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি বেলা ২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও, এটি আসে বেলা ৩টা ২৫ মিনিটে। এই ট্রেনে করে আসা বেশ কিছু যাত্রী ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনের যাত্রী ছিলেন। প্রবাল এক্সপ্রেসের বিলম্বের কারণে তারা মহানগর গোধূলি ধরতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন যাত্রী প্রবাল এক্সপ্রেসের লোকোমাস্টার (ট্রেনচালক) খোরশেদ আলমকে মারধর করেন।

চট্টগ্রাম স্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার জানান, প্রবাল এক্সপ্রেসের বিলম্বের জন্য ট্রেনচালক দায়ী না হলেও, কিছু যাত্রী উচ্ছৃঙ্খল আচরণ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে ট্রেনচালকেরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন, যার ফলে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস সোয়া এক ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে স্টেশন ছাড়ে।

আবু জাফর মজুমদার আরও বলেন, মহানগর গোধূলি নির্ধারিত সময়েই স্টেশন ছেড়েছে এবং বিলম্বের জন্য নির্ধারিত ট্রেন আটকে রাখা সম্ভব নয়। তিনি জানান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে ট্রেনচালকেরা পরে তাদের কর্মবিরতি তুলে নেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।