চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আজ রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটলেও, দ্রুত পদক্ষেপের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, বাসের চালক ও হেলপারের ভূমিকাকে ঘিরে রহস্য তৈরি হয়েছে এবং পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
আগুনে পুড়ে যাওয়া বাসটির নম্বর চট্ট মেট্রো জ-১১-১১০৯। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির পেছনের অংশ পুড়ে গেছে, তবে সকল যাত্রী নিরাপদে বাস থেকে বের হতে সক্ষম হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, “আমরা ড্রাইভার ও হেলপারকে হেফাজতে নিয়েছি। তাঁদের বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে। যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।”
এই ঘটনায় নিউমার্কেট এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের রেয়াজুদ্দিন বাজারের এক দোকানি মানিক জানান, বাসে আগুন লাগার পরপরই চারপাশে হুলস্থুল শুরু হয়ে যায়। ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করতে শুরু করেন এবং পথচারীরা নিরাপদ দূরত্বে সরে যান।
পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, কে বা কারা এই আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।