মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল ২০ জুলাই ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব কুতুব উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক যথাক্রমে- মাষ্টার সিরাজ আহমেদ, দেলোয়ার হোসেন সিরাজী, ছৈয়দ আলম ও জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বশির আহমদ কে উপদেষ্টা রেখে ১৩ জনের নামে এ নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত এ কমিটির নেতৃবৃন্দরা হলেন – সভাপতি বাবু সোনা রাম দাশ, সিনিয়র সহ-সভাপতি মনজুর আলম, সহ-সভাপতি যথাক্রমে রফিক আহমদ, ফরিদ আহমদ সিকদার, সাধারণ সম্পাদক মো. ইউনুস, যুগ্ম সম্পাদক যথাক্রমে মিজানুর রহমান, আনসারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এহেছানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, অর্থ সম্পাদক মো. ইব্রাহিম, প্রচার সম্পাদক সমীর ধর, দপ্তর সম্পাদক মো. নেজাম উদ্দিন ও যুব বিষয়ক সম্পাদক ওমর ফারুক।
এদিকে, কমিটি অনুমোদনের পর স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস দেখা গেছে। তাদের আনন্দের বহিঃপ্রকাশ করতে ২১জুলাই রাত আটটার দিকে অলিশাহ বাজারে স্থানীয় জনসাধারণ সহ নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা। এসময় অনুমোদিত কমিটির নেতৃবৃন্দরা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক, সদস্য সচিব এম. মোবারক আলী ও ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব কুতুব উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে, নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণের সময় উপস্থিত ছিলেন- যুবদল নেতা মো. কামাল, জাহেদুল ইসলাম, মো. শোয়াইব, তৈয়ব সুলতান, শ্রমিকদল নেতা নুরুল আজিম, রুহুল কাদের, মো. শিব্বির, মনসুর আলম, কৃষকদল নেতা মো. আলম, মো. মিজান, সরওয়ার আলম, বাবু রাখাল চন্দ্র দাশ, ছাত্রদল নেতা মোশাররফ হোসাইন, মো. রায়হানুল ইসলাম, মো. রেজাউল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনোয়ার হোসাইন, গোপাল দাশ, আনোয়ার হোসাইন (২), জাফর আলম, নজরুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।