ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় সীমানা বিরোধের জেরে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগ; নারীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর, লুটপাট ও হামলা চালিয়ে নারী সহ ৫ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ আগষ্ট (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকায়।

এঘটনায় আহতরা হলেন- মোজাফফর আহমেদের ছেলে জয়নাল আবেদীন (৩৫), নেজাম উদ্দিন (২৫), মোজাফফর আহমেদের স্ত্রী শামসুন্নাহার (৬০), জয়নাল আবেদীনের স্ত্রী শাহিদা আক্তার (৩২) ও রিয়া মনি (১৫)। এঘটনার পর ভুক্তভোগী শাহিদা আক্তার বাদী হয়ে ৮জনের নাম উল্লেখপূর্বক আরো ২/৩জনকে অজ্ঞাত দেখিয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

দায়েরকৃত এজাহারে অভিযুক্তরা হলেন একই এলাকার শাহা আলমের ছেলে মো. রিদুয়ান (২৮), তার মেয়ের জামাতা মোক্তার আহমেদের ছেলে মো. ছোটন (২৫), মো. এনামের ছেলে মো. রিয়াজ (২৫), মৃত এমদাদ হোসেনের ছেলে শাহা আলম, বরইতলী ইউনিয়নের ডেইঙ্গাকাটা এলাকার মো. বদুর ছেলে মো. সাইমুন (২৮), মো. ছোটনের স্ত্রী খতিজা বেগম (৩০), শাহা আলমের স্ত্রী শাহিন আক্তার (৪৯), মো. রিয়াদের স্ত্রী রায়হান বেগম (৩০) সহ অজ্ঞাতনামা আরো ২/৩জন।

এদিকে, থানায় দায়েরকৃত এজাহার সূত্রে ও সরেজমিন গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, বাদী শাহিদা আক্তার ও হামলাকারী মো. রিদুয়ান গংদের মাঝে দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। ভুক্তভোগী শাহিদা আক্তার গংয়ের পরিবার এ বিরোধটি বিভিন্ন সময় থানা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করলেও বিবাদী রিদুয়ান গংরা সেখানে উপস্থিত না হওয়ায় সমাধান হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা থানায় শালিস বিচারের জন্য ডাকালে উল্টো ভুক্তভোগী শাহিদা আক্তারের পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় হাঁকাবকা ও হুমকিধামকি প্রদর্শন করতো।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১৪আগস্ট) বিকাল ৫টার দিকে অভিযুক্ত রিদুয়ান গংরা ধারালো কিরিচ, লোহার রড, হাতুড়ি ও লাঠিসহ মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্বপরিকল্পনা মতো বসতভিটায় অনধিকার প্রবেশ করে সীমানার টেংরা-বেড়া ভাংচুর ও বসতভিটার মাটি কাটতে থাকে। এসময় শাহিদা আক্তারের পরিবারের সদস্যরা বাঁধা দিলে রিদুয়ান গংরা তাদেরকে ধাওয়া দিয়ে ধরে হত্যার উদ্দেশ্যে নারকীয় হামলা চালায়। এ হামলার ঘটনায় ৫জন গুরুতর ফুলা ও হাড়কাটা জখম হয়। হামলা পরবর্তী অভিযুক্তরা ভুক্তভোগীদের বাড়ির আলমারির ড্রয়ারে রক্ষিত- ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের একজোড়া কানফুল (আনুমানিক মূল্য -দেড় লক্ষ টাকা), গরু বিক্রি করে রাখা নগদ ৫৪ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা যায়। এছাড়া অভিযুক্তরা ভুক্তভোগী শাহিদা আক্তারের বাড়ির দরজা-জানালা, আলমারি, বিভিন্ন আসবাবপত্র সহ সীমানার টেংরা-বেড়া ভাংচুর করে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে ভুক্তভোগীদের শো-র চিৎকারে স্থানীয় এলাকাবাসী ও পাড়াপ্রতিবেশীরা এগিয়ে এসে ভুক্তভোগী পরিবারের গুরুতর আহত সদস্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তৎমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

এঘটনার বিষয়ে অভিযুক্তদের মধ্যে শাহা আলম ও তার স্ত্রী শাহিন আক্তারের কাছে জানতে চাইলে তারা বলেন, শাহিদা আক্তার গংদের বাড়ির টিনের পানি তাদের সীমানায় পড়ায় এ ঘটনাটি ঘটেছে। তাদেরকে টিনের পানি পড়ার জায়গায় প্লাস্টিকের পাইপ দিতে বলা হলেও তারা দেয়নি। তাই এমনটি হয়েছে।

অন্যদিকে, এঘটনার পর স্থানীয় এলাকাবাসীসহ ভুক্তভোগীরা অভিযুক্ত রিদুয়ান গংদের পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।