মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আওতাধীন দিগরপানখালী হিন্দুপাড়া কেন্দ্রীয় ক্ষেত্রপাল মন্দিরে ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে স্থানীয় মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় এই শৃঙ্খলা কমিটি ঘোষণা করা হয়। সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিমকে আহ্বায়ক করে ১২ সদস্যবিশিষ্ট এ শৃঙ্খলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বাবু নিখীল দাশ, বাবু সুবল সুশীল, আবুল কালাম আজাদ, মো. জাহেদুল ইসলাম সৈয়দ, বাবু বাপন ধর, মো. সাহাব উদ্দিন, হেলাল উদ্দিন, মো. ইউসুফ, মো. তারেক, দেলোয়ার হোসেন ও মো. রিফাত, মো. রিয়াজ প্রমুখ।
শৃঙ্খলা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, পূজার সময়ে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বলেন, পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক। তাই শৃঙ্খলা কমিটি গঠন করায় পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীরা নিশ্চিন্ত মনে উৎসব পালন করতে পারবেন।
অন্যদিকে, স্থানীয় প্রশাসন থেকেও জানানো হয়েছে— পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি কমিউনিটি পুলিশিং টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।