মো. কামাল উদ্দিন:
চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মধ্যম দিগরপানখালী হিন্দুপাড়া থেকে মজিদিয়া আলিম মাদ্রাসা পর্যন্ত মাতামুহুরী নদীর ভাঙ্গন প্রতিরোধে নদীর পাড়ে আরসিসি ব্লক ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল জুমাবার বিকাল ৫টার দিকে পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের ১নম্বর বাঁধ এলাকায় শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়৷ আয়োজিত মানববন্ধনে সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সাবেক সভাপতি রায়হানুল ইসলামের সঞ্চালনায় ও চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি মো. সেলিম উদ্দিন, জামাল হোসাইন নুরী, নুরুল আবসার সিদ্দিকী, নুরুল আলম কন্ট্রাকটার, আমির আলী, শাহাব উদ্দিন, আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ, মো. আরাফাত, শাওন কবির হেভেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম আসলে আতঙ্কে দিন কাটে এ এলাকার হাজারো মানুষের। এমনকী বেঁড়িবাধ ভেঙে স্বর্বস্ব হারানোর ভয়ে স্ত্রী সন্তান নিয়ে নির্ঘুম রাত কাটান অনেকেই। এমতাবস্থায় মধ্যম দিগরপানখালী হিন্দুপাড়া থেকে মজিদিয়া আলীম মাদ্রাসা পর্যন্ত এলাকায় মাতামুহুরি নদীর তীরে আরসিসি ব্লক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।