কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর সোহায়েত হত্যাকান্ডের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে বদরখালীর আজমনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহায়েত (৩৫) বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ১২টার দিকে দুর্বৃত্তরা একটি অটোরিকশায় এসে সোহায়েতকে গুলি করে। গুলিটি তাঁর ঘাড়ে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত সোহায়েতের ছোটভাই শেফায়েত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেন যে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান, আরমান, কফিল, আব্দুস সাত্তার, মিজান, সনেট ও মনিরের মতো অভিযুক্তরা তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, হত্যাকান্ডের পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- আব্দুস সাত্তার (৩৩), মোঃ কফিল উদ্দিন (৩০), মো. আরমান (২০), এবং মোঃ শাহজাহান (৪২)। তিনি আরও জানান, নিহত সোহায়েত তার চাচা নুরুল হুদা হত্যা মামলার একজন আসামি ছিলেন এবং সম্প্রতি জেল থেকে ছাড়া পান। তার বিরুদ্ধে চকরিয়া থানায় আরও চারটি হত্যা মামলা রয়েছে।
ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পেলে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।