ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

বিনোদন ডেক্সঃ
এপ্রিল ১৬, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন নীতির কারণে একদিকে যখন প্রভাবিত হচ্ছে বিভিন্ন দেশ ঠিক তখনই বিরাট ঘোষণা করলেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি গুগলকে নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছেন।

চলতি বছরে এবার গুগলে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছেন। গুগলের ডাটা পরিষেবা আগামীদিনে যাতে আরও উন্নত হয় সেদিকে নজর দিয়েই তিনি এই কাজটি করছেন।


ডোনাল্ড ট্রাম্প কী করছেন তা নিয়ে চিন্তা করতে চায় না গুগল। তারা নিজেদের আরও উন্নত করতে চায়। ফলে গুগলের সঙ্গে এআইকে কীভাবে আরও উন্নত করা যাবে সেদিকে জোর দিয়েছেন সুন্দর পিচাই। এই কাজে কয়েকটি প্রতিষ্ঠান গুগলকে সহায়তা করবে।

বিগত কয়েকদিন আগেই প্রচুর কর্মীকে চাকরিচ্যুত করেছেন গুগল। অনেকে ভেবেছিল তারা নতুন করে কর্মী নিয়োগ করবে। তবে সেই পথে যেতে চান না গুগল। তার পরিবর্তে তারা এআইকে দিয়ে করা করার কথা ভাবছেন। ফলে তাদের আর বাড়তি কাজের লোক দরকার হবে না।

তবে অনেকে মনে করছে গুগল ট্রাম্পের কথা শুনে কাজ করছে। তারা কর্মীর সংখ্যা কমিয়ে দিয়ে সেখানে এআই-কে দিয়ে কাজ করতে চাইছে। ফলে যাতে বিদেশ থেকে আসা কর্মীরা সেখানে গিয়ে কাজ না করতে পারেন সেদিকে জোর দেওয়াই সুন্দর পিচাইয়ের প্রধান লক্ষ্য।

যাদের গুগল থেকে বাদ দেওয়া হয়েছে তারা জানিয়েছে আগামীদিনে আরও কর্মীর সংখ্যা কমিয়ে দিতে পারে গুগল। তবে এরপর কী গুগলের সেই গ্রহণযোগ্যতা থাকবে। সেটা নিয়েও উঠছে নানা প্রশ্ন। প্রতিটি টেক প্রতিষ্ঠান চলতি বছরে কিছু কঠিন পদক্ষেপ নিতে চলেছে। সেখানে গুগল যে সেই পথেই যাবে সেকথা বলার অপেক্ষা রাখে না।

ঢাকা পোস্ট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।