স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলোর প্রতি গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সে দেশের অ্যাথলেটদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি এই বিষয়ে রাশিয়ার অ্যাথলেটদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে তুলনা করে একে ‘দ্বৈত মানদণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে চলমান সাইকেল রেস ‘ভুয়েল্তা’য় ইসরায়েলের বেসরকারি দল ‘ইসরায়েল-প্রিমিয়ার টেক’ অংশ নেওয়ায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই দলের মালিক ইসরায়েলি-কানাডিয়ান কোটিপতি সিলভান অ্যাডামস।
স্পেনের কাদেনা এসইআরের সঙ্গে এক সাক্ষাৎকারে আলেগ্রিয়া বলেন, গাজায় প্রতিদিন যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চলছে, তার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলোর উচিত ২০২২ সালে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের মতোই একই ধরনের সিদ্ধান্ত নেওয়া।
তিনি আরও বলেন, রাশিয়ার কোনো দল বা ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি; ব্যক্তিগতভাবে অংশ নিতে হলে তাদের নিরপেক্ষ পতাকা ও সংগীত ছাড়া লড়তে হয়েছে।
আলেগ্রিয়া আশা প্রকাশ করেন যে, ভুয়েল্তা রেসের আয়োজকরা ‘ইসরায়েল-প্রিমিয়ার টেক’ দলকে প্রতিযোগিতা থেকে বিরত রাখবে। তবে তিনি স্বীকার করেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র সাইক্লিংয়ের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা (ইউসিআই)-এর।