ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

আসামি হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তি

খাগড়াছড়িতে সহিংসতা ও হত্যা মামলায় পুলিশের তিন মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারা এবং সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতা ও হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এই তিন মামলায় হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা হয়েছে গুইমারা থানায় এবং একটি খাগড়াছড়ি সদর থানায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পাশাপাশি অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরবর্তীতে ধানক্ষেত থেকে তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
গুইমারায় দায়ের হওয়া দুটি মামলার আসামীরা হলো- হত্যা মামলায় ১০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে
ও সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওসি জানান, হত্যার শিকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মামলা না করায় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে গুইমারা থানায় মামলাগুলো দায়ের করেছেন।

এদিকে, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৭০০ থেকে ৮০০ ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়ি উত্তাল হয়ে উঠেছিল। যদিও পরবর্তী মেডিকেল পরীক্ষায় তিন সদস্যের চিকিৎসক দল কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।