কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল, উন্নয়ন বঞ্চিত অবহেলিত উজানটিয়ার হতদরিদ্র মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে পাশে দাঁড়িয়েছে সাব্বির হোছাইন চৌধুরী মানব সেবা ফাউন্ডেশন। গ্রামের পিছিয়ে পড়া স্কুল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার,অসুস্থ রোগীদের রক্ত দান, ঘূর্ণিঝড় প্রবণ সময়ে সচেতনতা মূলক মাইকিং, হতদরিদ্রদের অর্থ সহায়তা। সড়ক সংস্কার থেকে শুরু করে না উদ্যোগ হাতে নিয়েছে ফাউন্ডেশনটি।
জানা যায় ফাউন্ডেশনের চেয়ারম্যান উজনটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়ার ঘাট এলাকার মরহুম মোফাজ্জল করিম চৌধুরীর পুত্র কাতার প্রবাসী সাব্বির হোছাইন চৌধুরী। তিনি এলাকার সেবা করার লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্টা করেছেন।
ফাউন্ডেশন সকল সদস্যদের পক্ষে থেকে, মনজুর আলমের সহযোগিতায় ১৫ জুন রবিবার বিকাল ৩ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম উজানটিয়া জৈনুদ্দিন পাড়া এলাকার বাসিন্দা হতদরিদ্র বদি আলমের কন্যা দীর্ঘদিন ধরে গুরতর অসুস্থ হয়ে বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে,তার চিকিৎসা জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
মোহাম্মদ সাব্বির হোছাইন চৌধুরী মানব সেবা ফাউন্ডেশন থেকে আর্থিক অনুদান তার পিতা বদি আলম বরাবর হস্তান্তর করা হয়েছে। এতে সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।