পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় কুপিয়ে জখমের দু’দিনের মাথায় ফের হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউপির ছিরাদিয়া সোনাজাম পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে৷ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একই ঘটনায় নারী ও শিশুসহ ৫জনকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও ফের বেপরোয়া সন্ত্রাসীরা৷
এ ঘটনায় আহতেরা হলেন, একই এলাকার বশির আহমেদের ছেলে মোঃ ইয়াছিন, মৃত দুলা মিয়ার ছেলে জিয়াবুল করিম, আজমগীর, মনিফা আক্তার ও শিশু কন্যা সালমা আক্তার৷
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার বশির গং এবং কাইছার গং এর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো৷ কাইছার একজন নামকরা সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে থানায়৷ বিভিন্ন সময় বশির গং দের মারধরের হুমকি দিয়ে আসছিলো৷ তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে সালামা নামের এক ছোট বাচ্চা দোকানে যাওয়াকে কেন্দ্র করে মারধরের সূত্রপাত ঘটে। শিশু বাচ্চা সালমাকে মারধরের প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় তার মাকেও৷ পরে মোঃ ইয়াছিন এগিয়ে আসলে আগে থেকে উৎপেতে থাকা কাইছারের নেতৃত্বে ইলিয়াস, সালাহউদ্দিন,বাহাদুর, মিজান, সাজ্জাদ, মিরাজ ও এমরানসহ ১০/১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ৪ জন গুরুতর আহত হয়৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সর্বশেষ শনিবার আবারও হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি৷ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।