চট্টগ্রামের কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অভ্যন্তরে বরযাত্রীবাহী বাস উল্টে গিয়ে আহত ফয়সাল আহাম্মদ (৩৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনায় বাসের আরও ১১ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বরযাত্রীবাহী বাসটি টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে যাচ্ছিল। টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফয়সাল আহাম্মদ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে।
ফয়সাল আহাম্মদের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, শনিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় দ্রুত গতিতে বাস চালানোর কারণে টানেলের মাঝপথে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ফয়সাল আহাম্মদসহ মোট ১২ জন আহত হন।
তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে আহতদের নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত ফয়সাল আহাম্মদ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।