কক্সবাজারের চকরিয়ায় বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টার দিকে খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বনের গাছ পাচারকারীদের হামলায় বন বিভাগের পাঁচ কর্মী আহত হন। হামলাকারীরা জব্দ করা গাছ ও ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বন বিটের সেগুনবাগিচা বনাঞ্চল থেকে বনদস্যুরা গাছ কেটে ইজিবাইকে করে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে বন কর্মকর্তারা অভিযানে গেলে ২০-২৫ জন বনদস্যু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচ বনকর্মী আহত হন।
আহতরা হলেন: খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম (৩১), বনপ্রহরী অলিউল ইসলাম (৩৫), মো. হাসান (৩২), আয়াত উল্লাহ (৩৪) , হাসান আলী (৩০)
আহতদের দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত।
বন কর্মকর্তারা জানান, তারা গাছবোঝাই ইজিবাইকটি জব্দ করার পর বনদস্যুরা তাদের ওপর হামলা করে। আহত বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, হামলাকারীরা তাকে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেয় এবং লাঠিসোটা দিয়ে আঘাত করে। পরে আরও বনকর্মী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান নিশ্চিত করেন যে আহত কর্মীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, হামলাকারীরা বন বিভাগের গাছ চোর চক্রের সদস্য এবং তাদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় চকরিয়া থানায় একটি এজাহার জমা দেওয়া হয়েছে।