ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপের সূচি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ কোচ

খেলাধুলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

এবারের এশিয়া কাপে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল আবুধাবিতে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ তারা খেলেছিল শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। তবে সুপার ফোরে তাদের ঠিকানা এখন দুবাই। সেখানে তাদের তিনটি ম্যাচ খেলতে হবে। কিন্তু বাংলাদেশকে একটি কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়েছে—সুপার ফোরে টানা দুই দিনে দুটি ম্যাচ খেলতে হচ্ছে তাদের।

আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ভারত এবং পরদিনই তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরের অন্য কোনো দলেরই টানা দুই দিনে ম্যাচ খেলতে হচ্ছে না। এমন সূচি নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন দলের কোচ ফিল সিমন্স।

আজ (মঙ্গলবার) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “টানা দুটি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে খেলা খুবই কঠিন। এটা কোনো ভালো বিষয় নয়, তবে আমরা প্রস্তুত আছি। কিন্তু টানা দুই দিনে দুটি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়। মানুষ যেমনটা ভাবে, কাজটা তার চেয়ে অনেক কঠিন।”

এই এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স শুরুতে খুব একটা ভালো ছিল না। বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটার তাওহিদ হৃদয়। গ্রুপ পর্বে তার রান ছিল যথাক্রমে ৩৫, ৮ এবং ২৬। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
হৃদয়কে নিয়ে ফিল সিমন্স বলেন, “টুর্নামেন্ট বিষয়টাই এমন—কেউ ভালো শুরু করে আবার ফর্ম হারিয়ে ফেলে।

কেউ আবার খারাপ শুরু করেও ভালো করতে পারে। আমি খুব আনন্দিত যে হৃদয় ভালো ব্যাটিং করছে। এখন আমরা একটা ভালো ব্যাটিং ইউনিট পেয়েছি, যারা পারফর্ম করছে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।