ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন ও জোট তাদের প্যানেল ও প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এই নির্বাচনে মোট ২৮টি পদের বিপরীতে ৫০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিচে বিভিন্ন প্যানেলের ভিপি, জিএস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের নাম তুলে ধরা হলো:
১. ছাত্রদল
* ভিপি: মো. আবিদুল ইসলাম খান
* জিএস: শেখ তানভীর বারী হামিম
* এজিএস: তানভীর আল হাদী মায়েদ
২. ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’
* ভিপি: আবু সাদিক কায়েম
* জিএস: এস এম ফরহাদ
* এজিএস: মহিউদ্দিন খান
৩. বামপন্থী ছাত্রসংগঠনের একাংশ ‘প্রতিরোধ পর্ষদ’
* ভিপি: শেখ তাসনিম আফরোজ (ইমি)
* জিএস: মেঘমল্লার বসু
* এজিএস: জাবির আহমেদ জুবেল
৪. ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’
* ভিপি: আব্দুল কাদের
* জিএস: আবু বাকের মজুমদার
* এজিএস: আশরেফা খাতুন
৫. ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’
* ভিপি: জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ
* জিএস: মাহিন সরকার
* এজিএস: ফাতেহা শারমিন এ্যানি
৬. ইসলামী ছাত্র আন্দোলন
* ভিপি: ইয়াসিন আরাফাত
* জিএস: খায়রুল আহসান মারজান
* এজিএস: সাইফ মোহাম্মদ আলাউদ্দিন
৭. ‘ডাকসু ফর চেঞ্জ’ (ছাত্র অধিকার পরিষদ)
* ভিপি: বিন ইয়ামিন মোল্লা
* জিএস: সাবিনা ইয়াসমিন
* এজিএস: রাকিবুল ইসলাম
৮. বামপন্থী তিন সংগঠনের জোট
* ভিপি: নাঈম হাসান হৃদয়
* জিএস: এনামুল হাসান অনয়
* এজিএস: অদিতি ইসলাম
৯. স্বতন্ত্র প্যানেল
* ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’: এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন উমামা ফাতেমা। পূর্ণাঙ্গ প্যানেল পরে ঘোষণা করা হবে।
* আংশিক স্বতন্ত্র প্যানেল: এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ-এর নেতৃত্বে এই প্যানেলটি গঠিত হয়েছে।
১০. স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকজন প্রার্থী
* ভিপি: জুলিয়াস সিজার তালুকদার, আব্দুল ওয়াহেদ, শামীম হোসেন, জালাল আহমেদ।
* জিএস: আরাফাত চৌধুরী।
* এজিএস: মহিউদ্দিন রনি, আরমানুল হক।
নির্বাচন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:
* মনোনয়নপত্র জমা: ২০ আগস্ট (শেষ হয়েছে)
* চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ: ২৬ আগস্ট বিকেল ৪টা
* ভোটগ্রহণ: ৯ সেপ্টেম্বর
* মনোনয়নপত্র প্রত্যাহার: ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত
বিশেষ উল্লেখ্য:
* ছাত্রদল ও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি জুলাই গণ–অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে শূন্য রেখে তাকে সমর্থন দিয়েছে।