ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

Link Copied!

আবদুর রহমান,আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবান জেলার আলীকদম উপজেলার অসহায়  দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেনদনপাড়া সেনাবাহিনী ক্যাম্পের  আওতায় কুরুকপাতা এলাকায় এ সেবা প্রদান করা হয়। এতে ৫৫ জন পুরুষ, ৯০ জন মহিলা এবং ৭৮ জন শিশুসহ ২২৩ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন ।

এর পাশাপাশি বর্তমান সময়ে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদানসহ সচেতন থাকার জন্য সর্তক করা হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য আহবান জানান মেডিকেল অফিসার।

তিনি বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জনগণকে আশ্বস্ত করে আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।