ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) উদ্যোগে স্থানীয় নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সম্পন্ন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
এপ্রিল ২৩, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে। আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থরে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী-বাঙ্গালি সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও বিজিবি সার্বক্ষনিক দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী জনসাধরণের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগীতা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী এর দিক-নির্দেশনায় ২১ এপ্রিল ২০২৫ তারিখ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম, এএমসি কর্তৃক বান্দরবান থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দূর্গম মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক বাজার নামক স্থানে একটি মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত নারী, পুরুষ এবং শিশুসহ সর্বমোট ৫০ জনের অধিক স্থানীয় পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হবে। দূর্গম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হত-দরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে “বিজিবি” সর্বদা পাশে রয়েছে এবং আস্থার সাথে মানবিক কাজ করে যাচ্ছে। এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

এসময় আলীকদম ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর খোরশেদুল আলম মাসুম, মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড. এস. নাহিয়ান, বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকলের আন্তরিক সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ সকল মানবিক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।