আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ আলীকদমে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়। আলীকদম উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
রবিবার সকাল ১০.০০ ঘটিকায় আলীকদম উপজেলা হল রুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য চাষের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন মৎস্যচাষীকে ক্রস (যেমন: ক্রেস্ট/পুরস্কার) সার্টিফিকেট প্রদান করা হয়।
তেলাপিয়া মাছ চাষে সফল হওয়ায় (১ম) উচাচিং মার্মা শিবাতলী পাড়া ২নং চৈক্ষ্যং ইউনিয়ন, (২য়) মোঃ নাসির উদ্দিন ইছাক কারবারী পাড়া ৩নং নয়া পাড়া,(৩য়) আবু নছর, আলীকদম বাজার ১নং আলীকদম ইউনিয়ন বান্দরবান পাবর্ত্য জেলা।
সফল মৎস্যচাষী উপজেলায় মৎস্য চাষের ক্ষেত্রে যারা ভালো ফলন করেছেন এবং উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের পুরস্কৃত করা হয়। সাধারণত কয়েকটি বিভাগে সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
অনুষ্ঠানের অন্যান্য কার্যক্রম মৎস্য চাষের গুরুত্ব, পদ্ধতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। মাছ পোনা অবমুক্তকরণ পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলীকদম উপজেলা মৎস্য অধিদপ্তর এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মৎস্যচাষীদের উৎসাহিত করা এবং মৎস্য সেক্টরের উন্নয়নকে ত্বরান্বিত করা হয়।