ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে জেলা পরিষদের অর্থায়নে বিনামূল্য কার্প জাতীয় মাছের পোনা বিতরণ

আবদুর রহমান, আলীকদম প্রতিনিধিঃ
আগস্ট ২৬, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আবদুর রহমান, আলীকদম প্রতিনিধিঃ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ২৫-২০২৬ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থপনায় প্রান্তিক পর্যায়ের ৮২ জন মৎস্য চাষির মাঝে বিনামূল্যে ২২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।‎‎

আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১০.০০ ঘটিকার উপজেলা পরিষদের মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে ‎আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম মাছের পোনা বিতরণ উদ্বোধন করেন।‎‎কার্প জাতীয় মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন ও উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার সুমম কান্তি দাশ,উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি মোঃ মহি উদ্দিন সাধারণ সম্পাদকসহ প্রমূখ।‎‎ উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৭.৮২ লক্ষ মেট্রিক টন আর মাছ উৎপাদন হয়েছে ৫০.১৮ লক্ষ মেট্রিক টন। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় এই মাছ। তিনি আরও বলেন, বিগত ১৯৮৩-৮৪ অর্থ বছরে মাছের মোট উৎপাদন ছিল ৭ দশমিক ৫৪ লাখ মেট্রিক টন। ৪০ বছরের ব্যবধানে ২০২৩- ২৪ অর্থ বছরে এই উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ দশমিক ১৮ লাখ মেট্রিক টন। অর্থাৎ এই সময়ের ব্যবধানে মোট মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ছয় গুণ।

অত্র উপজেলার জলাশয় ও পুকুর গুলোতে মৎস্য চাষ বাড়াতে হবে, এতে উপজেলায় মাছের চাহিদা পুরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তায় মৎস্য চাষে উৎসাহ যোগাতে বিনামূল্যে বিভিন্ন জাতের মাছের পোনা প্রদান করছে সরকার।‎‎২৫-২০২৬ অর্থ বছরে বিনামূল্য কার্প জাতীয় মাছের পোনা পেয়ে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক কমিটির আহবায়ক খামলাই ম্রোর প্রতি কর্তৃজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।