ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

‘আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি’: নিজেকে শিক্ষানবিশ বললেন তমা মির্জা

বিনোদন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

প্রায় ১৫ বছরের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসা ধরে রাখা চিত্রনায়িকা তমা মির্জা নিজেকে এখনও শিক্ষানবিশ বলে মনে করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন।

নিজের অভিনয় দক্ষতা নিয়ে তমা মির্জা বলেন, “আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।” তিনি প্রতিনিয়ত আরও ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

অভিনয়ের পাশাপাশি গান শোনার প্রতি নিজের ভালোবাসার কথাও উল্লেখ করেন এই নায়িকা। তিনি বলেন, যখনই ফ্রি টাইম পান এবং কোনো কাজ থাকে না, তখনই তিনি হয় মুভি দেখেন না হলে গান শোনেন।
গানের শ্রোতা হিসেবে রোমান্টিক, স্যাড সং এবং কাওয়ালি—সব ধরনের গানই তাঁর ভালো লাগে। তবে গানের গলা নিয়ে সন্তুষ্ট নন তমা। তাঁর ভাষ্য, “আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।”

তিনি মনে করেন, সংগীতের দক্ষতা ‘গড গিফটেড’। তমা বলেন, “আমাকে আল্লাহ ওই জিনিসটা দেননি। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছেন, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।