প্রায় ১৫ বছরের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসা ধরে রাখা চিত্রনায়িকা তমা মির্জা নিজেকে এখনও শিক্ষানবিশ বলে মনে করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন।
নিজের অভিনয় দক্ষতা নিয়ে তমা মির্জা বলেন, “আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।” তিনি প্রতিনিয়ত আরও ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।
অভিনয়ের পাশাপাশি গান শোনার প্রতি নিজের ভালোবাসার কথাও উল্লেখ করেন এই নায়িকা। তিনি বলেন, যখনই ফ্রি টাইম পান এবং কোনো কাজ থাকে না, তখনই তিনি হয় মুভি দেখেন না হলে গান শোনেন।
গানের শ্রোতা হিসেবে রোমান্টিক, স্যাড সং এবং কাওয়ালি—সব ধরনের গানই তাঁর ভালো লাগে। তবে গানের গলা নিয়ে সন্তুষ্ট নন তমা। তাঁর ভাষ্য, “আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।”
তিনি মনে করেন, সংগীতের দক্ষতা ‘গড গিফটেড’। তমা বলেন, “আমাকে আল্লাহ ওই জিনিসটা দেননি। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছেন, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।”