আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শিক্ষার্থীদের সময়মতো বই সরবরাহ নিশ্চিত করতে এবার সেপ্টেম্বরেই বই ছাপানোর কার্যাদেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
জানুয়ারিতে বই দিতে সেপ্টেম্বরে কার্যাদেশ অর্থ উপদেষ্টা বলেন, “গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এ কারণে শিক্ষার্থীরা দেরিতে বই পেয়েছিল। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারিতেই নতুন বই পায়, সেজন্য সেপ্টেম্বরেই অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
” তিনি আরও জানান, কিছু কার্যাদেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই করে বাকিগুলোও সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।
গত বছর শিক্ষার্থীরা মার্চ মাসে নতুন বই হাতে পেয়েছিল বলে সাংবাদিকরা উল্লেখ করলে ড. সালেহউদ্দিন আহমেদ নিশ্চিত করে বলেন, “এবার জানুয়ারিতেই পাবে। এজন্যই তো সেপ্টেম্বরে অর্ডার আনা হয়েছে।”
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বই কেনার আজকের প্রস্তাবটি বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এর আগে যারা বই পেয়েছিল, তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজ কেমন ছিল এবং কারা একাধিক অর্ডার পাচ্ছে, মনোপলি হচ্ছে কি না, এসব বিষয় যাচাই-বাছাই করা হবে। এ কারণে আজকের বৈঠকে বই কেনার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী সপ্তাহেই আবার বৈঠক হবে এবং দ্রুত সময়ের মধ্যে বাকি কার্যাদেশ চূড়ান্ত করা হবে।