জাকির হোসেন- টুটুল, রাজশাহীঃ মানুষের আবহমান জীবন ধারাবাহিকতায় অতিত ও বর্তমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিতে ঘটে যাওয়া ঘটনা পরিপূর্ণ স্মরন থাকে না, তবুও অতিতে এমনও কিছু ঘটনা ঘটে থাকে, যাহা শেষ নিঃস্বাস অদ্দী স্মরনে থেকে যায়। সেই ঘটনা থেকে শিক্ষা অর্জন করা যায়। একোই ভাবে জীবনের বর্তমান সময়েও এমন কিছু ঘটনা ঘটে যে, পরিস্থিতি বলে দেয় সেখান থেকে তোমাকে প্রস্থান করতে হবে, অথবা অগ্রসর হতে হবে।
আশলে অতিত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে, বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেওয়ার মত মহাজ্ঞানী আজও পৃথিবীতে জন্ম নেই নাই। পন্ডিতগণ তাদের জ্ঞান ভান্ডার থেকে কেবল ধারনা দিতে পারেন, আর সিদ্ধান্ত কেবল পরিস্থিতির শিকার ব্যাক্তি নিজেই নিবেন। তবে পরিস্থিতির শিকার এমন ব্যাক্তির একান্ত ঘনিষ্ঠ বা প্রতিনিয়ত সঙ্গের সাথি বা পার্টনারও আংশিক পরামর্শ দিতে পারেন।
মানুষ অতিত ভুলে গেলেও, কলিজাতে লাগা আঘাত কখনও ভুলতে পারে না।।
তাই গানের কথায় লিখতে হয়; অতিতের কথাগুলো, স্মৃতিগুলো, মনে-মনে রেখ- আমিত ভালো না, ভালো লইয়াই থাইকো!