ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে, ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই আমাদের সবার সতর্ক থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, “এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম।” বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙার ঘটনায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা সংক্রান্ত এই বৈঠকের পর মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বিভিন্ন রুটে মাদক আমাদের দেশে প্রবেশ করছে, কিন্তু এর পরিবর্তে দেশ থেকে চাল, সার ও ওষুধ চোরাচালান হয়ে চলে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার চলে যাচ্ছে।

মাদক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে।” বর্তমানে প্রচুর পরিমাণে মাদক ধরা হচ্ছে, যার ফলস্বরূপ মাদকের দামও বেড়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যান্য প্রসঙ্গের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সারা দেশে কৃষক আলুর দাম পাচ্ছেন না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, তারা যদি আগামীতে আলু চাষ না করেন, তবে ভবিষ্যতে আলুর দাম বেড়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।